1. bdcnews21@gmail.com : বি ডি সি নিউজ ২১ : বি ডি সি নিউজ ২১
  2. live@www.bdcnews21.com : news online : news online
  3. info@www.bdcnews21.com : বি ডি সি নিউজ ২১ :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫ পেলেন ফেনীর সন্তান মোঃ আরিফুর রহমান ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত যে শিক্ষার্থী মেধা বৃত্তি পাবে,পাশাপাশি তার অভিভাবক কে সম্মানিত করা উচিত — রফিকুল আলম মজনু নেপালের বৃহত্তম সঙ্গীত প্রতিযোগিতায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন গোলাম ফারুক মজনু সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহবান। নবনির্বাচিত এবিবি চেয়ারম্যানকে এজেন্ট ব্যাংকিং প্রধানদের অভিনন্দন গুরুত্বপূর্ণ তালিম ও নছীহতের মাধ্যমে শেষ হলো মদিনার জামাতের ১০ দিনব্যাপী ট্রেনিং মাহফিল, এতিম শিশুদের নিয়ে বেগম জিয়ার পৈতৃক নিবাস ফুলগাজীতে জন্মদিন উদযাপন  জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ ফেনী জেলার আহবায়ক আলাউদ্দিন নুরী, সদস্য সচিব আবদুল ফাত্তাহ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পরিবেশ ক্লাব’র বৃক্ষরোপণ কর্মসূচি

মনিক মিয়া থেকে গণজাগরণ: আজ ৫ আগস্ট রূপ নিয়েছে সংগ্রাম দিবসে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মুজাহিদুল ইসলাম জাবের

গত বছরের এই দিনে—৫ আগস্ট ২০২৪—বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে। টানা ৩৬ দিনের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পদত্যাগে বাধ্য হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ৫ আগস্ট এখন গণতন্ত্রের পুনর্জন্মের প্রতীক ও “সংগ্রাম দিবস” হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্দোলনের সূচনা: মনিক মিয়া থেকে শুরু
২০২৪ সালের ১ জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে শিক্ষার্থীদের একটি ছোট্ট মিছিল থেকে আন্দোলনের সূচনা হয়। প্রথমে শিক্ষাব্যবস্থায় অব্যবস্থা ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে আন্দোলন দ্রুত বিস্তার লাভ করে।

মনিক মিয়া অ্যাভিনিউ হয়ে উঠে প্রতিরোধের প্রতীক।আন্দোলনের নেতৃত্ব নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মেডিকেল শিক্ষার্থীরা।
৩৬ দিনব্যাপী অবিরাম আন্দোলন
এই গণআন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি জেলা শহরে, উপজেলা শহরে, এমনকি গ্রামাঞ্চলেও।আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নেও আন্দোলন থামানো যায়নি।

দেশের বহু শহরে মানুষ মোমবাতি মিছিল, মানববন্ধন, পথসভা ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করে।ফেনী, নোয়াখালী, রাজশাহী, খুলনা, সিলেট, কুষ্টিয়া—প্রতিটি শহরে সংঘর্ষ ও শহীদের খবর উঠে আসে।

রক্তাক্ত ৪ আগস্ট: গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে
৪ আগস্ট ছিল সবচেয়ে রক্তাক্ত দিন।
ফেনী, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় ছাত্র ও সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়।গণপরিবহন বন্ধ করে শহরগুলো বিচ্ছিন্ন করা হয়, কিন্তু তা আন্দোলন থামাতে পারেনি।রাতেই হাজারো মানুষ রাস্তায় নেমে আসে—শ্লোগান তোলে “এই দেশ কার? জনগণের!দিল্লি না ঢাকা,- ঢাকা- ঢাকা বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে পড়ে দেশের রাস্তা

৫ আগস্ট: সরকারের পতন

৫ আগস্ট সকালেই ঢাকার রাজপথে লাখো মানুষের ঢল নামে।সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও হয়।সেনাবাহিনীর মধ্যস্থতায় শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর করেন এবং দেশত্যাগ করেন।আন্দোলনের বিজয়ে জনগণ রাস্তায় নেমে আসে—ঢাকা, ফেনী, চট্টগ্রাম, কুষ্টিয়া—জয়বাংলা ধ্বনিতে মুখরিত হয়ে উঠে দেশ।

নতুন শপথ: দ্বিতীয় মুক্তি সংগ্রামের জন্ম
এই অভ্যুত্থানকে অনেকে বলছেন “দ্বিতীয় স্বাধীনতা” বা “বাকশক্তির পুনর্জাগরণ”।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এই আন্দোলন দেশকে একটি নতুন গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার আশা জাগায়।

“নতুন সংবিধান”, “গণতান্ত্রিক সংস্কার”, “বিচার বিভাগের স্বাধীনতা”, ও “সুশাসনের অঙ্গীকার”—এই চারটি দাবি এখন জাতির সামনে।

ফেনীর গর্বিত ভূমিকা

ফেনী ছিল আন্দোলনের অন্যতম সক্রিয় কেন্দ্র।
৪ আগস্ট ফেনী কলেজ মোড়ে সংঘর্ষে শহীদ হন অন্তত ৩ জনএছাড়াও মোর বিভিন্ন স্থানে ১১জন শহীদ হন।স্থানীয় জনগণের দাফন কাফনের ব্যবস্থা, চিকিৎসা সেবা ও রাস্তা রক্ষা মূর্ত প্রতীক হয়ে ওঠে গণঐক্যের।

গণজাগরণ অব্যাহত থাকুক
আজ ৫ আগস্ট ২০২৫—সেই মহান মুহূর্তের এক বছর।এই দিন স্মরণ করিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্য কতটা শক্তিশালী হতে পারে।এটা কেবল একটি তারিখ নয়, এটা “সংগ্রাম”, “জাগরণ” ও “বাঁচার” এক অনন্য দিন।

 

✍মুজাহিদুল ইসলাম জাবের,
সাংবাদ কর্মী
📆 প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট