1. bdcnews21@gmail.com : বি ডি সি নিউজ ২১ : বি ডি সি নিউজ ২১
  2. live@www.bdcnews21.com : news online : news online
  3. info@www.bdcnews21.com : বি ডি সি নিউজ ২১ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বিইউপিএফ এর সহ-সভাপতি নির্বাচিত ২১ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়ন ফেনী’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন (ব্রাফা) এর দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ ফেনীর দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এবার কাচিসাইরে সড়কে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ করলেন হাসনাত আবদুল্লাহ্, ফেনীতে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রচারে মাঠে ছাত্রদল নেতা-জিয়া ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এজেন্টদের শুভেচ্ছা বিনিময়* বরগুনায় প্রতারক হারুন গ্রেফতার: জালিয়াতি, প্রতারণা ও হত্যা মামলার আসামি ফেনীতে নুরকরিমের উদ্যোগ: পুরাতন বাইককে নতুন রূপ দিচ্ছেন

ফেনীতে এনজিও ফেডারেশনের কমিটি গঠন চেয়ারম্যান আরমান, নির্বাহী পরিচালক মামুন সাংগঠনিক শহিদ।

  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে

 

ফেনী প্রতিনিধি –
ফেনীতে স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্যে স্থানীয় এনজিওদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ এনজিওস ফেনীর (এফএনএফ) দ্বীবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে শনিবার বিকেলে ফেডারেশনের সাবেক চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিতে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী আরমানের সঞ্চালনায় জেলায় কর্মরত এনজিও ও এফএনএফ এর কাউন্সিলরদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, রেনেসাঁ সোসাইটির নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, আলোকিত ইউথ সোসাইটির নির্বাহী সচিব সিদ্দিক আল মামুন, নিজামু উদ্দিন হুদন, আব্দুল্লাহ আল হেলাল ও ফরিদা ইয়াসমিন।
উক্ত সাধারন সভায় আরমান- মামুন প্যানেলের বিপরীতে অন্য কোন চ্যানেল না থাকায় উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম আগামী দুই বছরের জন্য ফেডারেশন অফ এনজিও’স ফেনীর কমিটি ঘোষণা করেন । এতে আরবান ইউথ সোসাইটির চেয়ারম্যান লিয়াকত আলী আরমানকে চেয়ারম্যান ও আলোকিত ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক সিদ্দিক আল মামুনকে নির্বাহী পরিচালক করে ২২সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন ফেয়ার সংস্থার নির্বাহী পরিচালক কাজী সালাউদ্দিন নোমান প্রধান সমন্বয়ক, মিতালী সংস্থার লুৎফুন্নাহার ও সিডিএফ’র নিজাম উদ্দিন হুদন ভাইস চেয়ারম্যান। বাগাইয়া গোল্ডেন ক্লাবের সাইফুল ইসলাম সহ নির্বাহী পরিচালক। জুই সোসাইটির কৃষাণ মোশারফ পরিচালক দপ্তর, প্রতিভা সোসাইটির শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, স্বপ্ন উন্নয়ন সংস্থার লিয়াকত হোসেন মজুমদার অর্থ সম্পাদক ও যুব সংসদের জসীম উদ্দীন ফরায়েজী পরিচালক প্রশিক্ষণ ও কর্মসংস্থান হিসেবে মনোনীত হয়।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রেনেসাঁ সোসাইটির সিরাজুল ইসলাম, এফএইচডিএফ এর এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, একতা মহিলা সমিতির রোকেয়া ইসলাম, গ্রামীণ প্রগ্রেস আজাদ চৌধুরী, এ বি সি ইউথ সোসাইটির মোরশেদ আলম প্রিন্স, ওপেকের আনোয়ার হোসেন, সবুজ বাংলার জয়নাল আবদীন রাসেল, যুব অঙ্গনের জহির উদ্দিন, অনুপম শাহাদাত হোসেন, শাহাপুর মহিলা সংস্থার ফরিদা ইয়াসমিন, আল হেলাল সোসাইটির আব্দুল্লাহ আল হেলাল ও ফিশারির কাজী সাইফুল ইসলাম।

আগামী দুই বছরের জন্য ফেডারেশনের উক্ত কমিটি গঠন করা হয়। শেষে নবঘটিত কমিটির সকলের কৌশল বিনিময়ের পর দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে দ্বিবারষিক সাধারণ সভা মুলতবি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট