
ফেনী প্রতিনিধি।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন (ব্রাফা) এর উদ্যোগে ১৮ অক্টোবর ২০২৫, শনিবার, দুপুর ১২টায় সোনাগাজী উপজেলার নিউ হারবি কাবাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন (অব:) এম আবুল হাসেম, সঞ্চালনা করেন সার্জেন্ট জসিম উদ্দিন (অব: )। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মেজর (অব:) এম. সোলায়মান, এবং বিশেষ অতিথি ছিলেন পেটি অফিসার (অব:) হাবিব উল্লা বাহার, সভাপতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, ফেনী।
প্রধান অতিথি মেজর (অব:) এম. সোলায়মান তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করার গুরুত্ব তুলে ধরেন এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের অবসরকালীন কল্যাণের জন্য ব্রাফা সংগঠনের ভূমিকার প্রশংসা করেন।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সিনি: ওয়া: অফিসার মো: ইসরাইল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সার্জেন্ট (অব:) লিয়াকত আলী। বিদায়ী কমিটির সভাপতি কর্পো: (অব:) মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) আব্দুল হক নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব:) ইমাম হোসেন চৌধুরী , সহ সাধারণ সম্পাদক কর্পো: (অব:) সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক কর্পো: নুরুল আফছারসহ সংগঠনের সদস্যবৃন্দ।
সম্মেলনে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয় এবং নতুন কমিটির কার্যক্রমে আরও প্রাণবন্ত ও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এছাড়া উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে একযোগভাবে কাজ করার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।