
বিশেষ প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার ৮ নং ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে গত ১০ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তিনটি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার পর মানবিক সহায়তার অংশ হিসেবে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আজ ১৭ অক্টোবর (শুক্রবার) ভুক্তভোগী তিন পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ মিরাজ হোসেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের ভয়াবহ দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি স্থানীয় বিত্তবান ও জনপ্রতিনিধিদেরকে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক আব্দুল কুদ্দুস, স্থানীয় যুব নেতা
আবু তৈয়ব, এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুদান হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবার গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।