নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে প্রচার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ আজ বিকেলে ফরহাদনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।
এসময় তিনি পাড়া-মহল্লায় ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
জিয়াউদ্দিন আহমেদ বলেন, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে সালাম পৌঁছে দিতে এসেছি। যদি আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসতে পারে, তাহলে সকল শ্রেণি-পেশার মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশে শান্তিতে বসবাস করতে পারবে। এজন্য আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইতে এসেছি।
এসময় উপস্থিত ছিলেন ফরহাদনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হৃদয়, যুগ্ম সম্পাদক আরমান হোসেন, ছাত্রদল নেতা মুরাদ, জাকারিয়া, সৈকত ও কামাল উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏