বিশেষ প্রতিনিধি
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তারেক রেফাত উল্লাহ খানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চ্যানেলের পক্ষ থেকে নোয়াখালী রিজিয়ন এর এজেন্টগণ।
গত মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে, ব্র্যাক ব্যাংকের অনিক টাওয়ারে প্রধান কার্যালয়ে এজেন্টরা সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানান।
উক্ত আলোচনায় এজেন্ট ব্যাংকিং আউটলেটের সেবার মান উন্নয়ন, শাখার সহায়তা এবং এ চ্যানেলকে আরও কার্যকর ও সমৃদ্ধ করার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক এজেন্টদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চ্যানেলটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, এজেন্ট ব্যাংকিং বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির অগ্রদূত এবং এর বিকাশে সকল স্তরের সহযোগিতা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট এর প্রধান, মো: নাজমুল হাসান, চট্টগ্রাম রিজিয়নের রিজিওনাল কো-অর্ডিনেটর কামরুল হাসান, বরিশাল রিজিয়নের কো-অর্ডিনেটর মো. ফয়সাল ইসলাম সহ নোয়াখালী রিজিওন থেকে কবিরহাট আউটলেটের এজেন্ট মো. মমিনুল হক, দাউদকান্দি, ভবেরচর ও গোয়ালমারি আউটলেট এর মাষ্টার এজেন্ট কামাল হোসেন, ছাগলনাইয়া ও ফুলগাজী আউটলেট এর মাষ্টার এজেন্ট জিয়াউল হক, কানকিরহাট ও সেনবাগ আউটলেট এর মাষ্টার এজেন্ট মো. মিজানুর রহমান, মহিপাল ও সিলোনিয়া আউটলেট এর মাষ্টার এজেন্ট জসিম উদ্দিন ফরায়েজী, ছাতারপাইয়া আউটলেট এর এজেন্ট ইমাম হোসেন, সোমপাড়া আউটলেট এর এজেন্ট এএম মামুন, পালেরহাট আউটলেট এর এজেন্ট ফিরোজ আলম, নুরু পাটোয়ারী হাট আউটলেট এর এজেন্ট মোঃ রায়হান, বক্তার মুন্সির এজেন্ট এর প্রতিনিধি মঞ্জুরুল আলম।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏