বিশেষ প্রতিনিধি
ফেনী পৌরসভার উত্তর শিবপুর ৮ নং ও ৯ নং ওয়ার্ডের যুবক নুরকরিম জীবনে ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন।
নুরকরিমের বাবা নুর নবী ও মা শুরমা বেগমের সন্তান নুরকরিম দীর্ঘ ৭ বছর রাজধানী ঢাকার বংশালে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সম্প্রতি ফেনীতে নিজস্ব উদ্যোগে বাইক মডিফিকেশন ও স্টিকার ডিজাইনের কাজ শুরু করেছেন।
তিনি “নুসরাত স্টিকার হাউস” নামে দোকান খুলেছেন, যা ফেনী শহরের সালাউদ্দিন নতুন রেজিস্ট্রি অফিসের পাশে অবস্থিত। এখানেই তিনি পুরাতন মোটরসাইকেলকে আধুনিক রূপ দিয়ে নতুনত্ব এনে দিচ্ছেন। শুধু তাই নয়, নতুন বাইককেও রুচিশীল ডিজাইন ও স্টিকারের মাধ্যমে ভিন্ন আঙ্গিকে সাজিয়ে তুলছেন।
স্থানীয়রা জানান, ফেনীতে এমন ধরনের কাজ আগে সীমিত আকারে হলেও নুরকরিম সেটিকে পেশাগতভাবে নিয়ে আসায় এখন অনেকেই আগ্রহী হচ্ছেন।
নুরকরিম বলেন,
“আমার লক্ষ্য হচ্ছে বাইকপ্রেমী তরুণদের জন্য নতুনত্ব আনা। পুরাতন বাইককেও আবার নতুনের মতো সাজানো সম্ভব—এটাই আমার মূল কাজ।”