মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কুমিল্লা ৪ দেবিদ্বার থেকে দলীয় এমপি পদপ্রার্থী জনাব মোঃ সাইফুল ইসলাম শহীদ বলেছেন, “সংকট নিরসন, সমৃদ্ধ, উন্নত ও মাদকমুক্ত দেবিদ্বার গড়তে যুবকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, “যখনই দেশ ও জাতি বিপর্যয়ে পড়ে তখন যুব সমাজ ইতিহাস রচনা করে দেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও যুবকরা দেশের কল্যাণে নিয়োজিত হবে—এটাই জামায়াতের প্রত্যাশা। গতকাল ২০ আগস্ট (বুধবার) বিকেল ৫টায় সুবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর ও সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌরসভা মেয়র প্রার্থী অধ্যাপক লোকমান হাকিম ভুঁইয়া, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা আমীর অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহমেদ, উপজেলা সেক্রেটারি রুহুল আমিন খান এবং পৌর সেক্রেটারি ক্বারী ওয়ালি উল্লাহ। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শরীফুল ইসলাম সরকার, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আব্দুল আলীম সরকার, ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও সুবিল ইউনিয়ন ১ ওয়ার্ড যুব বিভাগের নব-নির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ্ব ফারুক আহমেদ মোল্লা। ও সেক্রেটারি মোঃ নুরুন্নবী ফতেহাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ হুসাইন, রসুলপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জয়নাল আবেদীন, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য জালাল উদ্দিন বিএসসিসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সুবিল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ওসমান ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডাঃ হারুনুর রশিদ। সমাবেশে বিভিন্ন ওয়ার্ডে জামায়াতের যুব বিভাগের নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏