নিজস্ব প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ফেনী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর যৌথ আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ফুলগাজীর যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচি পালিত হয়।
যুব প্রশিক্ষণ কেন্দ্র ফুলগাজীর কো-অর্ডিনেটর মুসা কালিম উল্যাহর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন, ফুলগাজীর সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার।
পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন , যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক (অ.দা.) সাইফউদ্দিন আহম্মেদ, ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মুহাম্মদ হিলালুদ্দীন, ফুলগাজী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মাসুদুল হক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শ্রাবণের পিতা নেছার আহম্মেদ, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ওমর ফারুকসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর সহ-সভাপতি ফখরুল হাসান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদাউস আহাম্মদ ও কোষাধ্যক্ষ আবদুল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের অবদান জাতি আজীবন স্মরণ রাখবে। তাঁদের স্মরণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে, যা প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক অবদান রাখবে।”
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏