1. bdcnews21@gmail.com : বি ডি সি নিউজ ২১ : বি ডি সি নিউজ ২১
  2. live@www.bdcnews21.com : news online : news online
  3. info@www.bdcnews21.com : বি ডি সি নিউজ ২১ :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫ পেলেন ফেনীর সন্তান মোঃ আরিফুর রহমান ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত যে শিক্ষার্থী মেধা বৃত্তি পাবে,পাশাপাশি তার অভিভাবক কে সম্মানিত করা উচিত — রফিকুল আলম মজনু নেপালের বৃহত্তম সঙ্গীত প্রতিযোগিতায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন গোলাম ফারুক মজনু সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহবান। নবনির্বাচিত এবিবি চেয়ারম্যানকে এজেন্ট ব্যাংকিং প্রধানদের অভিনন্দন গুরুত্বপূর্ণ তালিম ও নছীহতের মাধ্যমে শেষ হলো মদিনার জামাতের ১০ দিনব্যাপী ট্রেনিং মাহফিল, এতিম শিশুদের নিয়ে বেগম জিয়ার পৈতৃক নিবাস ফুলগাজীতে জন্মদিন উদযাপন  জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ ফেনী জেলার আহবায়ক আলাউদ্দিন নুরী, সদস্য সচিব আবদুল ফাত্তাহ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পরিবেশ ক্লাব’র বৃক্ষরোপণ কর্মসূচি

অশ্রুসিক্ত মোনাজাত আর আমীন আমীন ধ্বনিতে সমাপ্তি হলো, মদিনার জামাতের দুইদিন ব্যাপী আশুরার মাহফিল,

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি, কুমিল্লা,

পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালা উপলক্ষে মদিনার জামাত কামাল্লার হজরত পীর সাহেব হুজুর মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার (রহঃ) স্মরণে মদিনার জামাতের কেন্দ্রীয় কার্যালয়, কামাল্লা, মুরাদনগর কুমিল্লায়, ৯,ও ১০ মহররম প্রতি বছরের ন্যায় এবারও দুই দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়। মদিনার জামাত কামাল্লার বর্তমান হজরত পীর সাহেব হুজুর আমীরে শরিয়ত পীরে কামেল প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শাহ্, আ, ন, ম, সাইফুর রহমান খন্দকার পীর সাহেব হুজুরের সভাপতিত্বের ও ছোট হুজুর পীরজাদা মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ খন্দকার সাহেবের পরিচালনায় মদিনার জামাতের কর্নধার কামাল্লার হযরত পীর সাহেব হুজুরের সভাপতিত্বে, হাজার হাজার, মুসল্লির উপস্থিতিতে মদিনার জামাত বাংলাদেশের আমীর, পীরে কামেল শাহ্শুফী আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব হুজুরের গুরুত্বপুর্ণ নসিহত তালিম দোয়া ও মোনাজাতের মাধ্যমে গতকাল সকালে সমাপ্তি হলো দুই দিনব্যাপী খাস তালিম, জিকির ও দোয়ার মাহফিল, মাহফিলে সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত জিকির ও জিকির ও তালিম এবং বয়ান পেশ করেন, সাবেক ভিসি প্রফেসর ড. আহসান উল্লাহ্ , ড. মুফতী বদিউল আলম সরকার, প্রিন্সিপাল মাহমুদা খাতুন কামিল মাদরাসা, ঢাকা ও প্রধান খলিফা মদিনার জামাত কামাল্লা দরবার শরীর।মাওলানা হাবিবুল্লাহ্ বেলালী পীর সাহেব সরাইল,সৈয়দ মামুনুর রশীদ। সারা বাংলার আলোড়ন সৃষ্টি কারী উদীয়মান তরুণ সুমিষ্ট কণ্ঠের অধিকারী আলহাজ্ব হযরত মাওঃ মোঃ মহসীন কবির ইউসুফী সাহেব (নারায়নগঞ্জ) পীর সাহেব কদমতলী কুমিল্লা, ড, মাসুম বাকী বিল্লাহ্ প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়,মাওলানা মাহমুদুল হাসান জসীম, মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ্, শাহ্জাদা খাজা মঈনুদ্দিন খন্দকার মোঃ হাবিবুল্লাহ্ সরকার, সহ বহু পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম সহ মদিনার জামাতের অসংখ্য খলিফা, মোবাল্লেগ সহ আরও অনেক শিক্ষক ও আলেম ওলামাবৃন্দ তাশরীফ আনেন, বক্তাগণ তাদের বক্তব্যে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির জন্য কুরআন ও সুন্নাহর আলোকে ও কারবালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে হুশাইনী চেতনায় উজ্জীবিত হয়ে জীবন পরিচালনা করা এবং নিয়মিত মদিনার জামাতের হাদিয়া তেলোয়াত, ও মদিনার জামাতের আদর্শ মেনে জীবন পরিচালনা করার আহবান জানান.এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নুরে মদিনা ছাত্র কাফেলার সভাপতি- সেক্রেটারি ও সকল সদস্যবৃন্দ সহ কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, জামেয়া হাবিবিয়া সুন্নিয়া দ্বিনিয়া মাদ্রাসা,, দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা,, আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার অসংখ্য ছাত্র-শিক্ষকসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লিরা পরিশেষে হাজারো মানুষের চোখের পানি, আর কান্নায়, দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা ও মদিনার জামাতের আশেকীন ও সালেকীন সহ কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় করে হযরত পীর সাহেব হুজুরের বিশেষ এক দীর্ঘ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তী ঘোষণা করেন আমীরে শরীয়ত কামাল্লার হজরত পীর সাহেব হুজুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট