নিজস্ব প্রতিনিধি:
সোনাগাজী সিটি স্কুল ফাউন্ডেশন এর পক্ষ থেকে তরুণ লেখক ও সংগঠক নজরুল বিন মাহমুদুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফেনী তথা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যা নিয়ে লেখা বই "চব্বিশের বন্যা", পরিবেশ সুরক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি স্বরূপ এই সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার (১৯ মে) সকালে সোনাগাজী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথি নজরুল বিন মাহমুদুল বলেন, যেকোনো স্বীকৃতি মানুষকে নতুন নতুন কাজ করতে অনুপ্রাণিত করে। একজন লেখক ও সংগঠক হিসেবে এই স্বীকৃতি আগামীর পথ চলার পাথেয় হবে বলে আমি বিশ্বাস করি। এসময় তিনি সোনাগাজী সিটি স্কুল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী মোঃ আকবর হোসেন এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏