1. bdcnews21@gmail.com : বি ডি সি নিউজ ২১ : বি ডি সি নিউজ ২১
  2. live@www.bdcnews21.com : news online : news online
  3. info@www.bdcnews21.com : বি ডি সি নিউজ ২১ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বিইউপিএফ এর সহ-সভাপতি নির্বাচিত ২১ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়ন ফেনী’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন (ব্রাফা) এর দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ ফেনীর দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এবার কাচিসাইরে সড়কে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ করলেন হাসনাত আবদুল্লাহ্, ফেনীতে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রচারে মাঠে ছাত্রদল নেতা-জিয়া ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এজেন্টদের শুভেচ্ছা বিনিময়* বরগুনায় প্রতারক হারুন গ্রেফতার: জালিয়াতি, প্রতারণা ও হত্যা মামলার আসামি ফেনীতে নুরকরিমের উদ্যোগ: পুরাতন বাইককে নতুন রূপ দিচ্ছেন

ফেনীর শহীদ মার্কেটের নেতৃত্বে সভাপতি জিন্নাহ ও সম্পাদক ইউছুপ

  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

ফেনীর ঐতিহ্যবাহী শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি পদে এ কে এম আবদুল্লাহ জিন্নাহ (হাজী জুয়েলার্স) ও সাধারণ সম্পাদক পদে মো. ইউছুপ করিম ভূঁইয়া (বিরিঞ্চি শাড়ী বিতান) মনোনীত হয়েছেন।
গতকাল বুধবার শহরের স্টেশন রোডস্থ শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতানের ৬ষ্ঠ তলায় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দোকান মালিক সমিতির নতুন নেতৃত্বে সভাপতি জিন্নাহ ও সাধারণ সম্পাদক ইউছুপের নেতৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন- সমিতির সদ্য বিদায়ী সভাপতি তাজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ছিলেন সুলতান এন্ড সন্স লি: এর চেয়ারম্যান চৌধুরী আহমেদ নওশাদ আজিজ রাজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুলতান এন্ড সন্স লি: এর পরিচালক ইফতেখার আমীন, আদিবা আমির অনি, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম ও সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল।
নবগঠিত কমিটিতে যাঁরা রয়েছেন তারা হলেন- সহ-সভাপতি পদে আবুল কাশেম (লিজা সুজ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু শাহাদাত ভূঁইয়া (হোসেন ইলেকট্রনিক্স) ও নজরুল ইসলাম (নজরুল পাঞ্জাবী), সাংগঠনিক সম্পাদক পদে কাজী সাইফুল ইসলাম (জেন্টেল পার্ক), সহ-সাংগঠনিক সম্পাদক পদে এ এস এম শাহনেওয়াজ (রিগানস্ ফ্যাশন), কোষাধ্যক্ষ পদে সেলিম চৌধুরী (পেহেলী), প্রচার সম্পাদক পদে দিদারুল ইসলাম সবুজ (সাবা কসমেটিক্স), দপ্তর সম্পাদক পদে মো. আলাউদ্দিন (পোষাক বাড়ী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিক্রম পাল (ডলি স্টুডিও), ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. মনজুরুল আলম রাসেল (ইউসুফ ক্লথ স্টোর) ও সদস্যপদে হেলাল উদ্দিন (শৈশব বেবি এন্ড জেন্টস), শাহআলম (নওরীন জেন্টস), নাজমুল ইসলাম (গার্লস ক্যাভ), মো. জিয়া (হ্যালো বেবি) ও আলমগীর (জিফা জেন্টস্ কালেকশন)।
প্রসঙ্গত; দীর্ঘ ৯ বছর পর ফেনীর শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এর আগে ২০১৫ সালে তাজুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি ও ফিরোজ আহমদকে সাধারণ সম্পাদক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট