বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলমান
গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিগত দিনে রাজপথে
সক্রিয় থেকে গুম-খুন ও নির্যাতনের শিকার ফেনী জেলা যুবদলের ২৯ নেতাকর্মীর পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) বিকেলে এই উপলক্ষে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকার, সহ সভাপতি বেলাল হোসেন ভিপি বেলাল, হাসানুজ্জামান শাহদাত, গিয়াস খন্দকার, সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, বেলাল হোসাইন, দপ্তর সম্পাদক আল ইমরান, পৌর যুবদল এর আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদর উপজেলা যুবদল এর সদস্য সচিব শাহাদাত হোসেন, সদর উপজেলা যুবদল এর যুগ্ম আহবায়ক ইসরাফিল মাসুদ প্রমুখ।
শেষে উপস্থিত নেতৃবৃন্দ গুম-খুন ও নির্যাতনের শিকার ফেনী জেলা যুবদলের ২৯ নেতাকর্মীর পরিবারের সদস্যদের হাতে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏