1. bdcnews21@gmail.com : বি ডি সি নিউজ ২১ : বি ডি সি নিউজ ২১
  2. live@www.bdcnews21.com : news online : news online
  3. info@www.bdcnews21.com : বি ডি সি নিউজ ২১ :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫ পেলেন ফেনীর সন্তান মোঃ আরিফুর রহমান ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত যে শিক্ষার্থী মেধা বৃত্তি পাবে,পাশাপাশি তার অভিভাবক কে সম্মানিত করা উচিত — রফিকুল আলম মজনু নেপালের বৃহত্তম সঙ্গীত প্রতিযোগিতায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন গোলাম ফারুক মজনু সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহবান। নবনির্বাচিত এবিবি চেয়ারম্যানকে এজেন্ট ব্যাংকিং প্রধানদের অভিনন্দন গুরুত্বপূর্ণ তালিম ও নছীহতের মাধ্যমে শেষ হলো মদিনার জামাতের ১০ দিনব্যাপী ট্রেনিং মাহফিল, এতিম শিশুদের নিয়ে বেগম জিয়ার পৈতৃক নিবাস ফুলগাজীতে জন্মদিন উদযাপন  জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ ফেনী জেলার আহবায়ক আলাউদ্দিন নুরী, সদস্য সচিব আবদুল ফাত্তাহ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পরিবেশ ক্লাব’র বৃক্ষরোপণ কর্মসূচি

ফেনী চাড়িপুরে মাথা গোছার শেষ স্থানটুকু কেড়ে নিলো আপন চাচা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি,

ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত স্বরবক্স মুহুরি বাড়ির বাসিন্দা মো. আমির হোসেনের বসতবাড়ি ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে মানসিক ভারসাম্যহীন মো. আমির হোসেনের আপন ভাতিজা জামাল উদ্দিন অনিকের সরাসরি হস্তক্ষেপে মো. আমির হোসেনের বসতবাড়ি ভাঙ্গার অভিযোগের সত্যতা মিললো। অনুসন্ধানে জানা যায়, গত ১ মার্চ দুপুর বেলায় মো. আমির হোসেনের ভাতিজা জামাল উদ্দিন অনিকসহ আরো ২০-৩০ জন ৩ শতকের উপর
নির্মিত একতলা বিশিষ্ট ঘরের চারপাশের ওয়াল ও অভ্যন্তরের ওয়াল হ্যামার দিয়ে ভাঙ্গার অভিযোগের সত্যতার সকল আলামত পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্ত জামাল উদ্দিন অনিক ও তার পরিবারের সকল সদস্য আত্নগোপনে আছেন ও তাদের বসতঘরের মূল ফটকে তালা লাগানো অবস্থায় আছে। ভুক্তভোগী ফেনী ন্যাশনাল কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, আমরা ৩ বোন ও ১ভাই। আমার মা জাহেদা আক্তার ক্যান্সার আক্রান্ত হয়ে ২০২৩ সালের আগস্ট মাসের ২৩ তারিখে মৃত্যুবরণ করেন। আমার বাবা বর্তমানে ক্যান্সার আক্রান্ত ও মানসিক ভারসাম্যহীন। আমার একমাত্র ভাই সৌদি প্রবাসী বর্তমানে তিনি দুর্ঘটনায় কবলিত হয়ে মুমূর্ষু অবস্থায় আছেন। গত শুক্রবার আমার চাচাতো ভাই অনিক তার সাঙ্গপাঙ্গরা মিলে আমাদের উপর হামলা চালায় ও আমাদের বসত ঘর ভেঙ্গে ফেলে। আমার ছোট দুই বোন ফেনী মডেল কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তার আঁখি ও ফেনী পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী সাবরিনা ইয়াসমিনসহ আমি বর্তমানে আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করছি।
স্থানীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি তানজিনা আক্তার তানিয়া বলেন, তিনজন অবিবাহিত মেয়েকে দিনেদুপুরে তাদের ঘর থেকে উচ্ছেদ করেছে তাদের আপন চাচাতো ভাই। বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। তাদের বসতঘর ভাঙ্গার পর থেকে আমি তাদের পাশে আছি এবং থাকবো। ইতোমধ্যে তাদের পাশে না থাকার জন্য বিভিন্ন মহল আমাকে হুমকি দিচ্ছে। পৌর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি শরীফ উদ্দিন ফরহাদ বলেন, এইরকম জঘন্য কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হারুনুর রশিদ মজুমদার বলেন, বিষয়টি সমন্ধে আমি অবগত না। আমি বিষয়টি লোকমুখে শুনেছি। এখন পর্যন্ত বিষয়টি সমন্ধে বাদীপক্ষ ও বিবাদীপক্ষ কেউ আমার কাছে লিখিত ও মৌখিকভাবে কিছু জানান নাই।
ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি সমন্ধে আমি অবগত আছি। ঘটনাস্থল ইতোমধ্যে আমরা পরিদর্শন
করেছি। মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট