1. bdcnews21@gmail.com : বি ডি সি নিউজ ২১ : বি ডি সি নিউজ ২১
  2. live@www.bdcnews21.com : news online : news online
  3. info@www.bdcnews21.com : বি ডি সি নিউজ ২১ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বিইউপিএফ এর সহ-সভাপতি নির্বাচিত ২১ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়ন ফেনী’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন (ব্রাফা) এর দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ ফেনীর দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এবার কাচিসাইরে সড়কে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ করলেন হাসনাত আবদুল্লাহ্, ফেনীতে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রচারে মাঠে ছাত্রদল নেতা-জিয়া ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এজেন্টদের শুভেচ্ছা বিনিময়* বরগুনায় প্রতারক হারুন গ্রেফতার: জালিয়াতি, প্রতারণা ও হত্যা মামলার আসামি ফেনীতে নুরকরিমের উদ্যোগ: পুরাতন বাইককে নতুন রূপ দিচ্ছেন

ফেনীর লস্করহাটে ফার্নিচার মিস্ত্রীকে বেদড়ক মারধর ও কুপিয়ে জখম,আটক-১

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ফেনীতে দিন দিন বেড়েই চলেছে কিশোর গ্যাং এর দৌরাত্ম। এখন শহরে ছেড়ে গ্রামেও পাল্লা দিয়ে বাড়চে এসব গ্যাংদের তৎপরতা। ফেনী সদরস্থ লস্করহাট বাজারে দক্ষিন পিয়ার সুপার মার্কেটের পিছনে মঙ্গলবার( ১৩ই ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় এমদাদুল হক(২০) নামে একজন ফার্নিচার মিস্ত্রিকে রড় দিয়ে ফিটিয়ে এবং কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

এ নিয়ে ফেনী মডেল থানায় ভিকটিমের বড় ভাই এমরানুল হক পারভেজ ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলার এজাহারের সূত্রে জানা যায় আলোকদিয়া গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে ইলিয়াছের(৩৫) দোকানে ফার্নিচারের কাজ করে এমদাদ।তাদের দোকানটি লস্করহাট বাজারে হওয়ায় ঘটনার দিন দুপুরে তিনি ফেনীর উদ্দেশ্য দোকান হতে রওনা দেয়।এসময় তার কাছে দোকানের মালামাল ও মেশিন ক্রয় বাবদ ১৫ হাজার টাকা এবং তার নিজের ১০ হাজার ৫০০ টাকা সহ ফেনী মুখী হলে কতিপয় ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্যরা তাকে ধাওয়া করে। এজহার সূত্রে আসামিরা হল:

মেহেদী(২০),বাদল(২২),মুন্না (১৯),মেহেদী(১৮),ওমর(২০)। পরবর্তীতে তার কাছে থাকা টাকা দিতে বলায় এমদাদ দিতে অস্বীকার করে। এসময় তাকে লস্করহাট বাজারের দক্ষিণ পিয়ার সুপার মার্কেটের পিছনে নিয়ে যায় এবং বেদড়ক মারধর করে।একপর্যায়ে তার মুখে ছুরি দিয়ে আঘাত করলে মুখে ৭টি সেলাই পড়ে।এসময় লোহার রড় ও লাঠির আঘাতে তার শরীরে বড় জখম করে।এসময় তার প্যান্টের পকেটে থাকা নগদ ২৫ হাজার ৫০০ এবং হাতে থাকা ঘড়ি টি নিয়ে যায়। যার বাজার মূল্য ৯ হাজার টাকা।এসময় ভিকটিম এমদাদ ব্যাপক বাঁচাও! বাঁচাও বলে চিৎকার করলে ভবিষ্যতে তাকে মেরে ফেলার হুমকি দেয় কিশোর গ্যাং সদস্যরা। স্থানীয় জনপ্রতিনিধি ও মানুষের সাথে কথা বলে জানা যায় ‘এরা একাধিক মামলার আসামি। মাদক,ছিনতাই সহ বিভিন্ন কাজে এরা নিয়মিত মানুষ কে বিরক্ত করেছে। কিছুদিন পূর্বে পরশুরামের দুইজন কিশোর কে আটকিয়ে তাদের মোবাইল ও টাকা ছিনতাই করে।পরবর্তীতে মোটবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ সহ স্থানীয় ইউপি সদস্য তাদের থেকে জব্দকৃত ফোন উদ্ধার করে’।

এবিষয়ে ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম জানান’ মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।বাকিদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলচে’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট