1. bdcnews21@gmail.com : বি ডি সি নিউজ ২১ : বি ডি সি নিউজ ২১
  2. live@www.bdcnews21.com : news online : news online
  3. info@www.bdcnews21.com : বি ডি সি নিউজ ২১ :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে মজিবুর রহমান মঞ্জু ছাগলনাইয়া লক্ষ্মীপুরে কালভার্টের মুখে মুরগির ফার্ম দিয়ে পানি নিষ্কাশনে বাদার অভিযোগ মোঃ নুরুল আমিনের বিরুদ্ধে ফেনী জেলায় বন্যা পরিস্থিতির অবনতি; মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী অশ্রুসিক্ত মোনাজাত আর আমীন আমীন ধ্বনিতে সমাপ্তি হলো, মদিনার জামাতের দুইদিন ব্যাপী আশুরার মাহফিল, সাংবাদিক মুজাহিদুল ইসলাম জাবের ফেনী পৌর ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও ঈদ পূণর্মিলনী প্রবাসী অধিকার মালদ্বীপ শাখার সভাপতি আলমগীর সিকদারের স্বদেশ গমন উপলক্ষে আলোচনা ও সংবর্ধনা রফিকুল আলম মজনুর সুস্থতা কামনায় এমদাদ উল্লাহর উদ্যোগে দোয়া মাহফিল ফেনীতে এনজিও ফেডারেশনের কমিটি গঠন চেয়ারম্যান আরমান, নির্বাহী পরিচালক মামুন সাংগঠনিক শহিদ। ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন হাসান শেখ

জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক মোটিভ ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৬৩৮ বার পড়া হয়েছে

জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক মোটিভ ছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘যেকোনো ঘটনার পেছনে কোনো না কোনো মোটিভ থাকে। শুধু বিপথগামী সেনাসদস্য নয়, এর পেছনে আরো বড় একটি ষড়যন্ত্র ছিল।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘জাতীয় চার নেতা হত্যার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের মুখোশ উন্মোচন করা হবে। এ ঘটনায় যারা জড়িত তাদের দেশে ফেরত আনার ব্যাপারে সরকার সর্বোচ্চ আন্তরিক।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ছেলে এ এইচ এম এহছানুজ্জামান, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে রেজাউল ইসলাম, শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি উপস্থিত ছিলেন। তাঁরা জাতীয় চার নেতা হত্যার ঘটনা তদন্তে আলাদা কমিশন গঠনের দাবি জানান।

এ ছাড়া এ ঘটনার সঙ্গে বিধি লঙ্ঘনসহ কারা অধিদপ্তরের কী ধরনের ভূমিকা ছিল, সেটি তদন্ত করারও দাবি জানান। সেখানে আরো উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম, কারা অধিদপ্তরের মহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিদর্শক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট