‘সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা দলীয় সন্ত্রাস ও দুষ্কৃতকারীদের ওপর ভর করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় ফেনীর ফুলগাজীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের হামলা এবং নেতাকর্মীদের আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হয়- সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা দলীয় সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের ওপর ভর করেছে।’
তিনি বলেন, ‘ভোট ডাকাতির নির্বাচনকে আড়াল করতে দলীয় ক্যাডার বাহিনী দিয়ে এ ধরনের হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে কখনওই স্তব্ধ করতে পারবে না বর্তমান অবৈধ সরকার।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আইনের শাসন নিরুদ্দেশ হয়ে গেছে বলেই সন্ত্রাসীরা স্বাধীনভাবে অনাচারে লিপ্ত হয়ে পড়েছে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর লাইসেন্স দেয়া হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের। গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে পদদলিত করে দেশকে একটি ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে।’
আওয়ামী শাসকগোষ্ঠীর চলমান ভয়াবহ দুঃশাসন রুখে দিতে জনগণকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব অবিলম্বে ফেনীর ফুলগাজীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা নুরুল হুদা আহাদ এবং আহত অন্য নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏