সাম্প্রতিক উপনির্বাচন নিয়ে বিএনপি নেতারা সুনির্দিষ্ট নয়, বরাবরের মতো ঢালাও অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মধ্যবর্তী নয়, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে।’ আজ সোমবার সকালে রাজধানীতে তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গত শনিবার অনুষ্ঠিত ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে এবং গত ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচনে জয় পান আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। আর উপনির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে এর প্রতিবাদে আজ দেশজুড়ে বিক্ষাভ কর্মসূচির ডাক দেয় বিএনপি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রতিক উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুড়েই যাচ্ছে। স্পষ্ট কোনো অভিযোগ নয়, বরাবরের মতো ঢালাও অভিযোগ করেই যাচ্ছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের গণমাধ্যম এখন স্বাধীন। মানুষের হাতে হাতে মোবাইল। অনিয়ম করে লুকানোর সুযোগ এখন আর নেই। জনঘনিষ্ঠ কোনো ইস্যুতে না গিয়ে বিরোধিতার খাতিরে বিরোধিতাই এখন বিএনপির বহুল চর্চিত একমাত্র হাতিয়ার। আসলে বিএনপি কী চায়, তারা নিজেরাও জানে না।’
এ সময় মধ্যবর্তী নির্বাচন দিতে বিএনপি নেতাদের দাবিও উড়িয়ে দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাদের রাজনীতি এখন বহুদূর থেকে ইথারে ভেসে আসে। জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা।
সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, মধ্যবর্তী নির্বাচন কিংবা ফ্রেশ নির্বাচনের কোনো সুযোগ নেই। বিএনপি বারবার ব্যর্থ হচ্ছে নেতিবাচক রাজনীতির কারণে। জনগণ কেন তাদের ভোট দেবে? কী অর্জন তাদের?’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আর বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হবে না। তবে জনগণের দুর্ভোগ বা অস্থিরতা সৃষ্টি করলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।’
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏